Job Fair 2023 Kolkata

Job Fair 2023 Kolkata | Kolkata Job Vacancy 2023 | Jobs In Kolkata 2023 | Apply Online-Read Here


 

 

 

আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া জব ফেয়ার বা কর্ম মেলার কথা আশা করি আপনারা সকলেই জানেন। ২০২৩ সালে এই জব ফেয়ার শুরু হতে চলেছে ১০ই ফেব্রুয়ারি থেকে। এখানে অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নিই


জব ফেয়ার কি?
পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের চাকরি দেবার লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৮ সালে একটি চাকরির মেলা চালু করা হয়েছিল । এখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানি একসাথে আসে এবং বেকার ছেলেমেয়েরা ইচ্ছেমতো যেকোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারে। এখানে বেকার চাকরিপ্রার্থীরা একসাথে এক জায়গায় অনেকগুলি চাকরি তে ইন্টারভিউ দিতে পারে এবং চাকরিপেতে পারে একদম বিনামূল্যে ।



জব ফেয়ার কারা অনুষ্ঠিত করে?
West Bengal Minorities' Development and Finance Corporation
WBMDFC

Jobs In Kolkata 2023


কোন কোন সেক্টরে চাকরি পাওয়া যায়?


FINANCE/BANKING/INSURANCE (ফাইনান্স/ব্যাংকিং/বীমা)
FINANCE/BANKING/INSURANCE (ফাইনান্স/ব্যাংকিং/বীমা)
IT / ITES (আই টি / আইটিস)
MANUFACTURING / ENGINEERING (ম্যানুফ্যাকচারিং / ইঞ্জিনিয়ারিং)
MANAGEMENT SERVICES (ব্যবস্থাপনা সেবা)
HOSPITALITY (আতিথেয়তা)
HEALTH CARE (স্বাস্থ্য পরিচর্যা)
APPREALS (আবেদন)
উপরের এই ৮টি সেক্টরের বিভিন্ন পোষ্টে আপনি এপ্লাই করতে পারেন।




শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন, ITI এবং আরও উচ্চশিক্ষাগত যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি-

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় 1MB সাইজের মধ্যে আপনার বায়োডাটা আপলোড করতে হবে।


আবেদনের তারিখ-

এই জব ফেয়ার বা কর্ম মেলায় অংশগ্রহণ করার জন্য যারা যারা আবেদন করতে চান তারা আজ অর্থাৎ ১২ ই জানুয়ারি থেকে ২৪ শে জানুয়ারির মধ্যে আবেদন করে ফেলবেন। কারন সময় সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে। আর আগের থেকে আবেদন অর্থাৎ রেজিস্ট্রেশন না করা থাকলে জব ফেয়ারে Allow করা হবে না।

Kolkata Job Vacancy 2023


জব ফেয়ারের কবে হবে?
১০ই ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ ।



প্রয়োজনীয় ডকুমেন্টস:-


অনলাইনে আবেদন করার পরে একনলজমেন্ট স্লিপ ডাউনলোড হবে, সেটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে।

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট/ বার্থ সার্টিফিকেট/ আধার কার্ড এর অরিজিনাল ও এক কপি জেরক্স।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড এর অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স।

৩) যে যে পদের জন্য আবেদন করছেন সেই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স।



৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।



৬) এক বা দুই কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।





জব ফেয়ার অনুষ্ঠিত হওয়ার স্থান:-

কলকাতার পার্ক সার্কাস ময়দান ।




যোগাযোগ নম্বর-

Toll Free Help Line: 1800 120 2130

Contact No: 7318855024, 9641708008, 9038506070, 9007469019


APPLY ONLINE - CLICK HERE